মহাযজ্ঞ থেকে মর্মান্তিক দুর্ঘটনা! জার্মানির মেলায় বিস্ফোরণ, আতশবাজির ছোবলে আহত ১৯

জার্মানিতে আতশবাজির আগুনে ১৯ জন আহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
germany fire

নিজস্ব সংবাদদাতা: জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডুসেলডর্ফে এক ভয়াবহ আতশবাজি দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে রয়েছে এক শিশু, যা ঘটনায় হৃদয়বিদারক মাত্রা যোগ করেছে।

শুক্রবার রাতে রাইন নদীর তীরে আয়োজিত বার্ষিক ‘রাইনকিরমেস’ মেলায় আতশবাজি প্রদর্শনী চলাকালীন আচমকা ভয়াবহ বিপর্যয় ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আতশবাজিগুলো ভুলবশত নিচু উচ্চতায় বিস্ফোরিত হয়, যার ফলে অনেকেই সরাসরি আগুনের সংস্পর্শে এসে আহত হন।

Fire

ঘটনার পরপরই দমকল ও জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত দৃশ্যপটে দেখা গেছে, নদীর তীরে আতশবাজি একেবারে মাটির কাছাকাছি বিস্ফোরিত হচ্ছে এবং চারদিকে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, কী কারণে আতশবাজির এই ভয়াবহ ত্রুটি ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে। মেলার আয়োজকরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

এই দুর্ঘটনা জার্মানির অন্যতম জনপ্রিয় গ্রীষ্মকালীন উৎসব ‘রাইনকিরমেস’-এ নেমে এসেছে শোকের ছায়া।