BREAKING: গাজায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে!

জেনে নিন এই আপডেট সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহারে চার শিশুসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। "গাজার হাসপাতালগুলিতে প্রতি মুহূর্তে অপুষ্টি ও অনাহারের ঘটনা ঘটছে," আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক ডাঃ মোহাম্মদ আবু সালমিয়া মঙ্গলবার এই তথ্য দেন।

"গাজার জনগণের উপর চাপিয়ে দেওয়া অনাহারের কারণে আমরা ভয়াবহ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি", তিনি বলেন। গাজায় বর্তমানে ৯০০,০০০ শিশু ক্ষুধার্ত, যাদের মধ্যে ৭০,০০০ ইতিমধ্যেই অপুষ্টির পর্যায়ে প্রবেশ করেছে।

LIVE: Israel-induced starvation grows in Gaza, more children die