বেআইনিভাবে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক ১৪ ভারতীয়

এরপর সেটি রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে ট্রলারটি আনা হয়। এরপর সেটি রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়। ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে বলে জানা গেছে। আটক জেলেদের বাড়ি ভারতের কলকাতার বিভিন্ন জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

WhatsApp Image 2025-10-20 at 14.45.50

তিনি আরও জানিয়েছেন, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর রবিবার সকালে ১৪ জেলেকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে।