New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ দেশে ফের একবার বহু মানুষের মৃত্যু হল। চমকে গেলেন সকলে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার (Argentina) আটলান্টিক উপকূলে প্রবল বৈদ্যুতিক ঝড়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সিটি মেয়র।বাহিয়া ব্লাঙ্কার মেয়র ফেডেরিকো সাসবিলেস এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির কার্যালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ১৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে জানিয়েছেন তিনি। ফলে স্থানীয়দের রোববার সকাল পর্যন্ত তাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে।
At least 13 people have been killed in Argentina, a local city mayor said on Saturday, following a severe electrical storm that struck along the South American country's Atlantic coast, reports Reuters
— ANI (@ANI) December 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us