/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অতর্কিত জঙ্গি হামলায় অন্তত ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)।
আজ শনিবার ভোর ৪টার দিকে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক কনভয়ে এই হামলা চালানো হয়। একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন,"হঠাৎ করেই বেশকিছু সশস্ত্র ব্যক্তিরা দুই দিক থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করেন।" এই হামলায় ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ৪ জন আহত হন। এছাড়াও ওই হামলাকারীরা ওই কনভয় থেকে বেশকিছু অস্ত্রশস্ত্রও লুট করে নিয়ে গেছে বলে জানা যাচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/02/pakistan-2025-08-02-11-42-48.jpg)
এই হামলার দায় স্বীকার করে টিটিপি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তাও পোস্ট করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং অনুসারে,১০ থেকে ১৩ই সেপ্টেম্বরের মধ্যে দুটি পৃথক পৃথক অভিযানে প্রায় ৩৫ জন টিটিপি জঙ্গি নিহত হয়েছে। সম্প্রতি পাকিস্তানের বাজাউরে একটি সংঘর্ষে ২২ জন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেকটি সংঘর্ষে ১২ জন সেনা ও ১৩ জন জঙ্গি নিহত হয়। এই বিবৃতিতেই উভয় সংঘর্ষে "ফিতনা আল খাওয়ারেজ" (Fitna al Khwarij) জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে, যা টিটিপি-কে বোঝাতেই ব্যবহার করে পাকিস্তানের সেনাবাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us