/anm-bengali/media/media_files/2025/11/02/crime-2025-11-02-23-33-49.png)
নিজস্ব সংবাদদাতা : ফ্রান্সের আটলান্টিক উপকূলের অন্যতম একটি মনোরম দ্বীপ ওলেরঁ (Île d'Oléron) দ্বীপে আজ বুধবার এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এক হাড়হিম করা দুর্ঘটনায় একজন গাড়ি চালক আজ ইচ্ছাকৃতভাবে পথচারী ও সাইকেল আরোহীদের উপর গাড়ি চালিয়ে দিলে অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে পড়েন। এদের মধ্যে অন্তত দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নুনিয়েজ এই হামলার খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/11/MpJ3eT0sS6A9euiEGCHE.jpg)
এই বিষয়ে লা রোশেল শহরের প্রসিকিউটর অফিস জানিয়েছে, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে "হত্যার চেষ্টা" (Attempted Murder) ধারায় তদন্ত শুরু করা হয়েছে। আহতদের মধ্যে পথচারী এবং সাইকেল আরোহীরা রয়েছেন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় মোট ১০ জন আহত হন। মন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানিয়েছেন, গুরুতরভাবে আহত হওয়া দু'জনকে নিবিড় পরিচর্যায় (Intensive Care) রাখা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গ্রেফতারের সময় অভিযুক্ত ব্যক্তি আরবী ভাষায় "আল্লাহু আকবর" (আল্লাহ মহান) বলে চিৎকার করেন। জানা গেছে, ধৃত ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি একজন স্থানীয় বাসিন্দা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us