New Update
/anm-bengali/media/media_files/2025/04/25/0kbTZyHKjTNRQ2Xc45f4.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের একাধিক শহরে নতুন করে রুশ সামরিক হামলায় বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন এবং ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে। ফ্রন্টলাইনের নিকটবর্তী এই শহরগুলিতে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
এই আক্রমণের ফলে কোস্তিয়ানতিনিভকায় একজন নিহত এবং ডোব্রোপিলিয়া, রাইহোরোডকা ও ক্রামাতোরস্ক-এ একাধিক সাধারণ নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই খবরগুলিই এই অঞ্চলের মানুষের জীবনের চরম ঝুঁকির বিষয়টি তুলে ধরছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us