রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে আক্রমণ গিরিরাজ সিংয়ের

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-06 3.17.08 PM

নিজস্ব সংবাদদাতা:  কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে একযোগে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর বক্তব্যে সরাসরি লালু প্রসাদ যাদবের রাজনৈতিক স্বপ্ন ভেঙে যাওয়ার প্রসঙ্গ উঠে আসে।

গিরিরাজ সিং বলেন, “এসআইআর (SIR) রাহুল গান্ধী ও তেজস্বী যাদব—দু’জনের আসল মুখ উন্মোচন করেছে। লালু যাদব চেয়েছিলেন তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক, কিন্তু সেই স্বপ্ন রাহুল গান্ধী ভেঙে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে তেজস্বী যাদবের নাম তিনি একবারও সুপারিশ করেননি।”

রাজনৈতিক মহলের মতে, গিরিরাজ সিংয়ের এই মন্তব্য আসলে বিহারের বিরোধী জোটে ফাটল ধরানোর কৌশল। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, কংগ্রেস ও আরজেডি—দুই দলের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে চাইছে বিজেপি, যাতে বিরোধীদের ঐক্য দুর্বল হয়।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন মঞ্চে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের সম্পর্ককে সহযোগিতামূলক হিসেবে তুলে ধরা হলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই সমীকরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। গিরিরাজ সিংয়ের বক্তব্য সেই বিতর্ককে আরও বাড়িয়ে তুলল।