New Update
/anm-bengali/media/media_files/rxo0DbJ7ynVgUc3wkXLl.webp)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পাকিস্তানের কাপুরুষোচিত হানায় নিহত হওয়া আফগানিস্তানের তরুণ ক্রিকেটারদের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। আজ একটি টুইট বার্তার মাধ্যমে এই শোক প্রকাশ করেন তিনি। নিজের টুইট বার্তায় তিনি লেখেন,''সাম্প্রতিক হামলায় প্রাণ হারানো আফগানিস্তানের তরুণ ক্রিকেটারদের পরিবারকে জানাই আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে আমরা সবসময় তাঁদের কথাই ভাবছি। তাঁদের স্মৃতি যেন শান্তি ও ঐক্যের অনুপ্রেরণা যোগায়।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0MWpRq44ljftkDqPUt9M.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us