জগন্নাথ মন্দির থেকে তথ্য পাচার! গুপ্তচরবৃত্তির জালে জড়াল পুরীর ইউটিউবারের নাম

এবার গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল পুরীর এক ইউটিউবারের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
puri youtuber

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগসূত্র মিলেছে ওড়িশার পুরীর এক ইউটিউবারের, এমনই দাবি করছে গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এবং ওড়িশা পুলিশ।

পুরী জেলার পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, এই ইউটিউবার সম্প্রতি পাকিস্তানের করতারপুর সাহিব ঘুরে এসেছেন। জ্যোতি মালহোত্রা ২০২৪ সালের সেপ্টেম্বরে পুরী সফরে এসে এই মহিলার সঙ্গে দেখা করেন। তদন্তে জানা গেছে, পুরীর জগন্নাথ মন্দির এবং বেশ কিছু সরকারি ভবনের ছবি ও ভিডিও তুলে জ্যোতি মালহোত্রা তা বিদেশি অপারেটিভদের পাঠিয়েছিলেন।

jyoti malhotra n

পুলিশি জিজ্ঞাসাবাদে পুরীর ইউটিউবার জানান, “জ্যোতি মালহোত্রা ছিল আমার ইউটিউব বন্ধু। আমি তার কোনও বেআইনি কাজ জানতাম না। জানলে যোগাযোগই রাখতাম না।”  পুরীর ইউটিউবার  জ্যোতির সঙ্গে কোনও তথ্য আদান-প্রদান করেছে কি না সেই বিষয়ে আইবি ও পুরীর পুলিশ তদন্ত করছে।  পুরীর ইউটিউবারের বাবা জানান, “আমার মেয়ে ঘরেই আছে, আমরা পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। ও পহেলগাঁওয়ে গিয়েছিল চার মাস আগে। কে সঙ্গে ছিল জানি না। জ্যোতি মালহোত্রা একবার আমাদের বাড়িতেও এসেছিল।” পুরীর ওই ইউটিউবারকে একধিক ট্রাভেল এজেন্সি স্পনসর করেছিল ট্রিপে। জানা গিয়েছে জানুয়ারি মাসে জ্যোতি মাহোত্রার সঙ্গে পহেলগাঁও গিয়েছিলেন পুরীর এই ইউটিউবার।