/anm-bengali/media/media_files/rkAhSycy8hi2fUvXHFfV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২৫ দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জেরে দিল্লির আলিপুর এলাকায় এক যুবককে নৃশংসভাবে খুন করেছে তার এক প্রতিবেশীসহ দু'জন। মৃত ব্যক্তির নাম সৌরভ, আম্বেদকর পার্কের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একটি পিসিআর কল আসে। এবং পার্কে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানানো হয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং কাছে একটি ছুরি, এক জোড়া স্লিপার এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে। নিহতের নাম সৌরভ বলে জানা গিয়েছে। নিহতের বড় ভাই গৌরব পুলিশকে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, প্রায় ২৫ দিন আগে সৌরভের সঙ্গে খুশাল ওরফে চিন্টুর ঝগড়া হয়। ঝগড়ার পর খুশাল ক্রমাগত সৌরভকে ছুরি দিয়ে মেরে ফেলার হুমকি দেয়।
পুলিশ জানিয়েছে, "তবে সাম্প্রতিক দিনগুলোতে সৌরভ এবং খুশাল উভয়কেই একসঙ্গে দেখা গেছে, যার ফলে পরিবার বিশ্বাস করে যে বিরোধটি সমাধান হয়ে গেছে।"
গৌরব জানান, সৌরভকে শেষবার খুশাল ও সাহিলের সান্নিধ্যে দেখেছিলেন। গৌরব দৃঢ়ভাবে খুশাল এবং সাহিলকে হত্যার জন্য অভিযুক্ত করেছেন। তদন্তে জানা গিয়েছে, গত ৫ মে রাত ১০টা ৫০ মিনিট নাগাদ খুশাল, সৌরভ ও সাহিল স্কুটিতে করে আম্বেদকর পার্কে আসে। এরপর খুশাল সৌরভকে ছুরি দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করে এবং সাহিল পাহারায় থাকে।
এই ঘটনায় সাহিলকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে পলাতক খুশালকে ধরার চেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us