১৫ বছরের চাকরি, ৫ বছর বেতন নেই! আধারে মৃত দেখিয়ে চরম বিপাকে রোহতকের মানুষ

আধার কার্ডে মৃত দেখানোর পর মাসের পর মাস বেতন বন্ধ। কান্নায় ভেঙে পড়লেন যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
adhar card death


নিজস্ব সংবাদদাতা: আধার কার্ডের রেকর্ডে ‘মৃত’ ঘোষণা হওয়ার পর হরিয়ানার রোহতকের এক ব্যক্তি ভেঙে পড়লেন অভিযোগ শুনানি কমিটির বৈঠকে। কাঁদতে কাঁদতে তিনি জানান, গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না এবং গত কয়েক বছর ধরে মজুরি সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করছেন, যদিও তিনি গত ১৫ বছর ধরে পাবলিক হেলথ ডিপার্টমেন্টে কাজ করছেন।

তিনি অভিযোগ করেন, ১৫ বছর ধরে ডিসি রেটে (ন্যূনতম মজুরি) চাকরি করছেন।  মাঝপথে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, পরে পুনর্বহাল হলেও গত ছয় মাস ধরে এক টাকাও পাননি।

sdfghjkl

ফাটা-ছেঁড়া কাপড় পরে বৈঠকে এসে তিনি কান্নায় ভেঙে পড়েন। তখনই কর্মকর্তারা জানান, আধারের রেকর্ডে ভুলবশত তাঁকে মৃত দেখানো হয়েছে।