New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লির করোল বাগ এলাকার বিশাল মেগা মার্টে শুক্রবার আগুন লাগে। দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, কুমার ধীরেন্দ্র প্রতাপ সিংহ (২৫) নামে এক যুবক লিফটে আটকে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনা নিয়ে করোল বাগ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
#WATCH | Delhi: Firefighting operation underway after a fire broke out in Vishal Mega Mart at Karol Bagh area.
— ANI (@ANI) July 5, 2025
According to Delhi Police, Kumar Dhirender Pratap Singh (25) was found trapped in the lift. He was declared dead on arrival at a hospital. An FIR has been registered… pic.twitter.com/eCU2pf1Lxq