/anm-bengali/media/media_files/2025/11/03/screenshot-2025-11-03-pm-2025-11-03-17-28-45.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজাপাকর এলাকায় এক নির্বাচনী জনসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার রাজ্যের রাজনীতিতে বিজেপি–জেডিইউ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি প্রশ্ন তোলেন, “নীতীশ কুমার ২০ বছর ধরে রাজত্ব করছেন, কিন্তু তথাকথিত জঙ্গলরাজ শেষ করতে পেরেছেন কি? আজ আবার নতুন করে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন?”
/anm-bengali/media/post_attachments/c8125a70-048.png)
খাড়গে আরও বলেন, “আপনারা গালাগালি দিয়েছেন, অপমান করেছেন, কিন্তু তবুও এখানে কংগ্রেস এবং আরজেডি জয়ী হচ্ছে। কারণ, জনগণ এখন বুঝে গেছে কারা উন্নয়ন চায় আর কারা বিভাজনের রাজনীতি করে।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, “মোদিজি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করবেন না, তিনি তাঁর কোনো এক ‘শিষ্য’কে এনে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন। নীতীশ কুমার কেবল ব্যবহার হচ্ছেন বিজেপির হাতে।”
#WATCH | Vaishali, Bihar: Congress chief Mallikarjun Kharge addresses a public meeting at Rajapakar.
— ANI (@ANI) November 3, 2025
He says, "... You could not end the jungle raj in 20 years?... Despite your abuses, Congress and the RJD are getting elected here... What Nitish Kumar could not do in 20 years of… pic.twitter.com/OYxe8Xbbex
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us