New Update
/anm-bengali/media/media_files/dS8bpvQqw2Jy8EBAn8u8.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মেধাবী ছাত্রীদের যাতে কলেজে যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়ে সেই বিষয়কে মাথায় রেখে এবার বড় ঘোষণা করলো উত্তর প্রদেশের যোগী সরকার। উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না আজ বাজেটে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা-র আওতায় কলেজ পড়ুয়া সমস্ত মেধাবী ছাত্রীদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্রীদের নতুন স্কুটি প্রদান করা হবে, যাতে তারা উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে এবং কলেজে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা পায়।
UP Budget | UP Finance Minister Suresh Khanna announced a Rs 400 crore provision for providing scooties to meritorious girl students going to college under the Rani Laxmibai Scooty Yojana. pic.twitter.com/ILEkDrUzlV
— ANI (@ANI) February 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us