‘শিখ গুরুদের আত্মত্যাগ জড়িয়ে রয়েছে এই গেরুয়া পতাকার সঙ্গে’: যোগী আদিত্যনাথ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যা সফর করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G6lHqbxbYAAU9ci

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শ্রী গুরু তেগ বাহাদুর সাহেব জি-এর ৩৫০ তম শাহাদাত বার্ষিকীতে 'বিশেষ গুরুমতী সমাগমে' অংশগ্রহণ করলেন এদিন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যা সফর করেছেন। শ্রী রাম জন্মভূমিতে শ্রী রাম মন্দির নির্মাণের সমাপ্তি উপলক্ষে, আজ শ্রী রাম মন্দিরের উপরে ভারতের সনাতন ধর্মের গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছে। এটি সেই গেরুয়া পতাকা যার জন্য শিখ গুরুদের প্রজন্মের পর প্রজন্ম আত্মত্যাগ করে আসতে হয়েছে”।