“চেষ্টা করলেই জেলে”—দাঙ্গাবাজদের হুঁশিয়ারি মনে করালেন যোগী

যোগী আদিত্যনাথ দাবি করলেন উত্তরপ্রদেশে দাঙ্গা পুরোপুরি বন্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের বাড়ি বানানো হয়েছে। বিহারে এনডিএ সরকার ফেরানোর আহ্বান। জানুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচন ঘিরে গতি বাড়ছে রাজনীতির উত্তাপ। সেই আবহেই প্রচারে এসে জোরালো বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, উত্তরপ্রদেশে এখন আর দাঙ্গা হয় না, আইনশৃঙ্খলা একেবারে কড়া। তাঁর কথায়, “এনডিএ প্রতিশ্রুতি দিয়েছিল, উত্তরপ্রদেশ থেকে দাঙ্গা ও মাফিয়া রাজ তুলে দেওয়া হবে। গত সাড়ে আট বছরে একটাও দাঙ্গা হয়নি। কেউ দাঙ্গা লাগাতে চেষ্টা করলেও তাঁদের জেলে পাঠানো হয়েছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের বাড়ি তৈরি করা হয়েছে।”

যোগীর বক্তব্য, উন্নত ভারত গড়তে গেলে উন্নত বিহার প্রয়োজন। আর উন্নত বিহার গড়তে হলে এনডিএ-র সরকার ফিরিয়ে আনা জরুরি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অভিজ্ঞতায় আবারও বিহারে এনডিএ-র সরকার প্রতিষ্ঠার আহ্বান জানালেন তিনি। প্রচার মঞ্চ থেকে তাঁর ঘোষণা, “বিহারে স্থিতিশীল সরকার, উন্নয়ন ও নিরাপত্তা চাইলে এনডিএ-কে ফিরিয়ে আনতেই হবে।”

modi

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিরোধীরা পাল্টা সুর তুললেও যোগীর সোজাসাপটা বার্তা স্পষ্ট—আইনশৃঙ্খলা ও উন্নয়নই হবে এনডিএ-র প্রধান ইস্যু।