শত্রুদের কাছে দ্রুতই এর আওয়াজ পৌঁছাবে ! লখনৌয়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেন্দ্র স্থাপন করেই হুঙ্কার দিলেন যোগী

কি বললেন যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা : এবার লখনৌয়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেন্দ্র স্থাপনের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে ধন্যবাদ জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,''উত্তর প্রদেশের রাজধানীতে ব্রহ্মস মিসাইল কেন্দ্র স্থাপনের জন্য আমি প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই।''

yogi

এরপর শত্রুর প্রতি হুঙ্কার দিয়ে তিনি বলেন,''যতক্ষণ না লখনৌ থেকে একটি ক্ষেপণাস্ত্রের শব্দ শত্রুর কানে পৌঁছায়,ততক্ষন লখনৌয়ের হাসি অসম্পূর্ণ ছিল। এবার সেই হাসি সম্পূর্ণ হবে। সম্প্রতি অপারেশন সিঁদূরেও ব্রহ্মস তার ক্ষমতা প্রদর্শন করেছে।"