“এটা শেষ নয়, নতুন যুগের শুরু”—অযোধ্যায় ধ্বজারোহণ করে বিস্ফোরক বার্তা যোগীর

অযোধ্যার রামমন্দিরে ধ্বজারোহণকে ‘নতুন যুগের সূচনা’ বললেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে রামভক্তদের উচ্ছ্বাস ব্যক্ত করলেন তিনি। অযোধ্যায় ভক্তদের ঢল, শহরজুড়ে উৎসবের আবহ।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা:  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় রামমন্দিরে ধ্বজারোহণের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, এই ধ্বজারোহণ কোনও ‘যজ্ঞের সমাপ্তি’ নয়, বরং এক নতুন যুগের সূচনা। তাঁর কথায়, অযোধ্যাধামে ভগবান শ্রীরামের মহামন্দিরে পতাকা উত্তোলন দেশের সাংস্কৃতিক আত্মবিশ্বাসের নতুন পথ খুলে দিচ্ছে। তিনি এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কৃতজ্ঞতা জানান এবং বলেন, রামভক্তদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। অযোধ্যার মাটিতে নতুন অধ্যায় শুরু হওয়ায় জনতার মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস।

hindu

যোগীর এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা চলছে। রামমন্দিরের আনুষ্ঠানিক কাজের ধাপ এগোতে থাকায় অযোধ্যার গুরুত্ব আরও বাড়ছে বলে মত বহু বিশ্লেষকের। শহরজুড়ে হাজার হাজার মানুষের ঢল, স্তবধ্বনি, আরতি–সব মিলিয়ে অযোধ্যা সোমবার রূপ নিয়েছিল ভক্তির মহোৎসবে।