আমরা সব জায়গায় পৌঁছব এবং পৌঁছে গেছিও ! কাশী-মথুরার স্লোগান প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য যোগী আদিত্যনাথের

কি মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে (HT Leadership Summit) বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিতর্কিত ধর্মীয় স্থানগুলিকে কেন্দ্র করে ওঠা জনপ্রিয় স্লোগান 'আভি অযোধ্যা কি বারি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়' (এখন অযোধ্যার পালা, কাশী-মথুরা বাকি আছে) প্রসঙ্গে এক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি বলেন,''হাম সবহি জাগাহ পহুচেঙ্গে অউর পহুঁচ চুকে হ্যায়। (আমরা সব জায়গায় পৌঁছব এবং পৌঁছে গেছি)"

yogi

এরপর তিনি আরও বলেন,''আমরা সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ, যারা সর্বসম্মতিক্রমে উপস্থাপিত তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে রাম মন্দির নিয়ে  রায় দিয়েছেন। এটি ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বিজয় যে প্রত্যেকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে গ্রহণ করেছে।"