/anm-bengali/media/media_files/F2nK77MxLNM5YTmnGTZS.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার গভর্ধন পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “আজ গভর্ধন পূজা, যা দীপোৎসবের পাঁচ দিনের মহোৎসবের অংশ। আমি আন্তরিকভাবে সমগ্র দেশকে এই উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। গভর্ধন পূজা উদযাপন করা মানে ভারতের কৃষিপ্রধান অর্থনীতিকে সম্মান করা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Zowi13Kalw2QpOLa3UPD.jpg)
মুখ্যমন্ত্রী আরও বলেন, “গভর্ধন পূজা আমাদের শিখিয়েছে গরু এবং তাদের বংশধরের গুরুত্ব। একজন কৃষিপ্রধান দেশে গরু ও তাদের সেবা করা সৌভাগ্যের বিষয়। ভারতের গবাদি পশু দেশের সমৃদ্ধির ভিত্তি। আজও প্রধানমন্ত্রী প্রদত্ত প্রেরণায় গভর্ধন যোজনার আওতায় গরুর গোবর থেকে বায়ো-কোম্পোস্ট এবং ইথানল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প চালু হয়েছে, যা গরু রক্ষা ও প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
যোগী আদিত্যনাথের এই বার্তা শুধুমাত্র উৎসবের শুভেচ্ছা নয়, বরং দেশের কৃষি, গবাদি পশু এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বকেও তুলে ধরেছে। তিনি দেশবাসীকে এই উদযাপনকে কৃষি ও গবাদি পশুর কল্যাণের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us