ক্ষতবিক্ষত যশবন্তপুর এক্সপ্রেস, করমণ্ডলের দুর্ঘটনার পর কী অবস্থা?

করমণ্ডল এক্সপ্রেসের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়েছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস (Yeshwantpur-Howrah Express)। জানা গিয়েছে, এই ট্রেনটির কয়েকটি বগি ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের বগির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায়।

author-image
SWETA MITRA
New Update
yashwant.jpg

নিজস্ব সংবাদদাতাঃ করমণ্ডল এক্সপ্রেসের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়েছে যশবন্তপুর-হাওড়াএক্সপ্রেস (Yeshwantpur-Howrah Express)। জানা গিয়েছে, এই ট্রেনটিরকয়েকটিবগিওড়িশারবালাসোরেকরমণ্ডলএক্সপ্রেসেরবগিরসঙ্গেধাক্কালেগেলাইনচ্যুতহয়ে যায়। এদিকে এই ট্রেনটিহাওড়ারেল স্টেশনেপৌঁছেছে।ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি বগির কাঁচ ভেঙে গিয়েছে। করমণ্ডলের পাশাপাশি এই যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন ভিডিও...