ঝাড়খণ্ডের মানুষের অনুভূতির কথা মাথায় রেখে কাজ করছি- চম্পাই সোরেন

চম্পাই সোরেন কি বলেছেন?

author-image
Aniket
New Update
x

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন পার্টির এজেন্ডা নিয়ে এবার নিজের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "কাজটি দুর্দান্ত গতিতে হচ্ছে। আগামীকাল নিয়োগপত্রও দেব। আমরা ঝাড়খণ্ডের মানুষের অনুভূতির কথা মাথায় রেখে কাজ করছি।"

Add 1

স

স

স্ব