/anm-bengali/media/media_files/2025/07/12/tinder-2025-07-12-11-36-55.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের উপকণ্ঠে মীরা-ভায়ান্দারে টিন্ডার অ্যাপ ব্যবহার করে প্রতারণা ও ডাকাতির চক্র ফাঁস করল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার পুলিশের অভিযানে ভেঙে পড়ল এক চক্র, যারা প্রেমের ফাঁদে ফেলে নিরীহ পুরুষদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। অভিযুক্তরা টিন্ডারে ভুয়া প্রোফাইল খুলে পরিচয় গড়ত এবং রোম্যান্টিক ডেটিং-এর প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলত শিকারদের।
এই প্রতারণার পর্দা ফাঁস হয় এক ভুক্তভোগীর অভিযোগের পর। মীরা-ভায়ান্দারের এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, তিনি টিন্ডারে এক মহিলার সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতে থাকেন। সেই প্রোফাইলটি পরে তদন্তে ধরা পড়ে যে, সেটি ছিল এক প্রতারক—২৬ বছর বয়সী সাগর রাওয়ালের তৈরি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
দেখা করতে যাওয়ার আগে ওই মহিলা জানান তিনি একা থাকেন এবং বলেন তিনি দারুণ ম্যাসাজ দিতে পারেন। এরপর ওই মহিলা ব্যক্তিটিকে কফি খাওয়ার আমন্ত্রণ জানান। এক ক্যাফেতে দেখা হওয়ার পর, পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় ওই ব্যক্তি রাজি হয়ে যান তার কথামতো ‘বাড়িতে’ যাওয়ার জন্য।
কিন্তু এখানেই শুরু হয় বিপত্তি। সেই বাড়ি ছিল আসলে একটি ফাঁদ। সেখানে অপেক্ষায় ছিল চক্রের অন্যান্য সদস্যরা। নিরীহ পুরুষটি সেখানে পৌঁছতেই তার ওপর চড়াও হয়ে জিনিসপত্র লুট করা হয়।
মহারাষ্ট্র পুলিশের তদন্তে উঠে এসেছে, একই কৌশল ব্যবহার করে এই চক্র একাধিক মানুষকে প্রতারণার শিকার করেছে। বর্তমানে মূল অভিযুক্ত সাগর রাওয়াল সহ অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us