Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির শাহাদ্রা জেলার একটি বহুতল ভবনের স্টোররুম থেকে বস্তায় রাখা এক মহিলার দেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৪টা ৪৪ মিনিটে শাহাদ্রার বিশ্বাস নগরের স্টোররুমে একটি সন্দেহজনক ব্যাগের বিষয়ে একটি পিসিআর কল আসে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাগটি খোলার পর পুলিশ এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার করে, যাকে পরে দিল্লির এনএসএ কলোনির বাসিন্দা হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার বয়স ২৩ বছর। এরই মধ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us