BREAKING: GSLV-F16 সফল উৎক্ষেপণ ! কক্ষপথে পৌঁছল ভারতের NISAR উপগ্রহ

বড় সাফল্য পেল ইসরো (ISRO)।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : অত্যন্ত সফলভাবে সম্পন্ন হল GSLV-F16 রকেটের উৎক্ষেপণ। সফল স্টেজ সেপারেশনের পর এই রকেট, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO ও মার্কিন মহাকাশ সংস্থা NASA-র যৌথ উদ্যোগে তৈরি উপগ্রহ NISAR-কে কক্ষপথে স্থাপন করেছে।

NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) পৃথিবীর পৃষ্ঠে ঘটে চলা যাবতীয় পরিবর্তন, ভূমিকম্প, হিমবাহের গলন এবং বনাঞ্চলের গতিবিধির ওপর নজরদারি করতে সহায়তা করবে। এটি বিশ্বের প্রথম দ্বৈত ফ্রিকোয়েন্সির রাডার ইমেজিং স্যাটেলাইট।

north korea satelite

ISRO জানিয়েছে,''উৎক্ষেপণটি পরিকল্পনামাফিক সম্পন্ন হয়েছে এবং উপগ্রহটিও সঠিক কক্ষপথে প্রবেশ করেছে।'' এই ঐতিহাসিক সহযোগিতা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।