পুজোর আগেই ভয়াবহ বিপর্যয়ের মুখে সিকিম

পুজোর আগেই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সিকিম। পর্যটনের মানচিত্র থেকে মুছে গিয়েছে বহু অফবিট গ্রাম। পুজোর ছুটিতে যারা সিকিম বেড়াতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন, তাঁরাও দোটানায় ভুগছেন। হ

তাহলে কি পুজোয় এবার কলকাতায়

হাতে মাত্র আরও কয়েকটা দিন, এর মধ্যে অন্য কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলা খুব কঠিন! তাহলে কি পুজোয় এবার কলকাতায় থাকতে হবে? সেই সমস্ত পর্যটকদের জন্য স্বস্তির বার্তা দিচ্ছে সিকিম প্রশাসন।

অনায়াসে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সিকিম যেতে পারবেন

সিকিমগামী অন্যান্য সমস্ত রাস্তা খোলা রয়েছে। যাওয়া যাচ্ছে গ্যাংটক অবধি। নতুন মেল্লি থেকে রংপো পর্যন্ত রাস্তা খুলেছে। ফলে পুজোয় অনায়াসে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সিকিম যেতে পারবেন পর্যটকরা।