/anm-bengali/media/media_files/IEi4LMS8m5AiDagT6Hz6.jpg)
wil;
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ২০২১ সালের অগস্ট মাসে চালু করেছিল একটি বিশেষ কার্ড যার নাম ই-শ্রম কার্ড। এই প্রকল্পে শ্রমিকসহ অসংগঠিত অঞ্চলের শ্রমিকদের উন্নতিসাধন করার চেষ্টা করেছে কেন্দ্রের মোদী সরকার। মূলত অসংগঠিত শ্রমিকদের ন্যাশনাল ডাটাবেস তৈরির জন্য এই ই-শ্রম পোর্টাল তৈরি করা হয়। এই তালিকার মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের বাস্তবায়ন করা সম্ভব হয়েছে কেন্দ্রের পক্ষে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় শ্রমিকরা দুর্ঘটনা বীমা কভারেজে ২ লক্ষ টাকা করে পাবে। এর ফলে ভবিষ্যতে শ্রমিকরা সামাজিক নিরাপত্তার অনেক সুবিধা পাবে। কিন্তু এই সুবিধা যে সবাই পাবে তা নয়। এক্ষেত্রে বিশেষ কিছু মানুষকে বাদ দেওয়া হয়েছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনবা ন্যাশনাল পেনশন সিস্টেম- এর সদস্য হলে সেই নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও যারা আয়কর দেয় তারাও এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবে না। এছাড়া আবেদনকারী শ্রমিকের বয়স হতে হবে ১৬ থেকে ৯৯ বছরের মধ্যে।
কয়েক দিন আগে এই ই-শ্রম যোজনা সম্পর্কে একটি খবর ছড়িয়ে পড়ে যে কেন্দ্র এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক শ্রমিককে নাকি মাসিক ১৫০০ টাকার ভাতা দেওয়া শুরু করেছে। অনেকেই সেই টাকা পেয়ে গেছেন। কিন্তু এই খবরটি মোটেই সত্যি নয়। এর কারণ হল কেন্দ্র এখনও এমন কোনও খবর ঘোষণা করেনি। তবে ভবিষ্যতে এমন কিছু চিন্তাভাবনা করতে পারে সরকার, এমনটাই জানা গেছে। আপনি যদি এখনও এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে জেনে নিন এর আবেদন পদ্ধতি। ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'Register on e-SHRAM' লিঙ্কে ক্লিক করুন। এরপর সেখানে আধার সংযুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা লিখুন। এবার মোবাইলে OTP এলে সেই OTP নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এবার আপনার আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে সব নথি দিন। শেষে সাবমিট করুন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us