প্রাণ প্রতিষ্ঠার পর ভেঙে যায় মূর্তির সামনে রাখা আয়না! কেন?

পরশু অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। যে কোনও মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগে মূর্তির সামনে রাখা হয় একটি আয়না যা প্রাণ প্রতিষ্ঠার পর ভেঙে যায়। এবারেও কি তাই হবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
ramsita

নিজস্ব সংবাদদাতা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ততদিন মূর্তি চোখে কাপড় বাঁধা থাকবে। প্রাণ প্রতিষ্ঠা হলে চোখ থেকে কাপড় খোলা হয় এবং মূর্তির সামনে একটি আয়না বা দর্পণ রাখা হয়। এরপর নাকি সেই আয়না ভেঙে যায়। কেন? 

শাস্ত্র মতে প্রাণ প্রতিষ্ঠার আচারের শেষ পর্যায়ের মধ্যে অন্যতম হল চক্ষু উন্মীলন। এই প্রক্রিয়া সম্পন্ন হতেই দেবতার চোখ খোলা হয়। সেই চোখ দিয়েই দেবতা তখন সকল ভক্তদের আশীর্বাদ দেন। দেবতার চোখ খোলার সময়ে সামনে একটি দর্পণ রাখা হয়। শাস্ত্র মতে যে কোন মূর্তির সবচেয়ে প্রধান অঙ্গ চোখ। তাতেই নাকি সমস্ত শক্তি নিহিত থাকে। তাই প্রাণ প্রতিষ্ঠার পর চোখ খোলার পরের মুহূর্তের মধ্যেই শক্তির প্রাচুর্য বেড়ে যায় যা সামনে রাখা দর্পণের উপরে গিয়ে ঠিকরে পড়ে। দেবমূর্তি থেকে নির্গত শক্তির প্রভাবে সেই আয়না ভেঙে যায়। এবারেও কি তাই হবে?