/anm-bengali/media/media_files/dTyf7dVf9k1s0zIUtoxM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে দূষণ বৃদ্ধি। ক্রমে বাড়ছে উদ্বেগ। এদিকে পাঞ্জাবেও খড় পোড়ানোর সমস্যা দীর্ঘদিনের যা বায়ু দূষণের সহায়ক। এবার আপের রাজ্যে বায়ু দূষণ নিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। দিল্লিতে দূষণ মোকাবিলায় যে স্মোগ টাওয়ার বসানো হয়েছিল তা বিকল বলে দাবি মোদীর মন্ত্রীর। তিনি বলেন,"দিল্লি দূষণের বিষয়ে, আমি বলতে চাই যে অরবিন্দ কেজরিওয়াল বড় স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তিনটি ধোঁয়াশা টাওয়ার গত ছয় মাস ধরে কাজ করছে না। জনগণ দুর্নীতির পরিমাণ জানতে চায়। সেটা জানা হয়ে গেছে। আপ পাঞ্জাবের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ করত যে খড় পোড়ানোর কারণে দূষণ হয়েছে।কিন্তু এখন আপ পাঞ্জাব ও দিল্লি উভয় রাজ্যেই ক্ষমতায় রয়েছে। তারা দিল্লিকে গ্যাস চেম্বারে পরিণত করেছে যেখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে।"
#WATCH | Madhya Pradesh: Union Minister Anurag Thakur says, "On Delhi pollution, I would like to say that Arvind Kejriwal showed big dreams but the three smog towers are not working for the last six months...The people want to know the amount of corruption done...They used to… pic.twitter.com/TI8gfl9apA
— ANI (@ANI) November 5, 2023
/anm-bengali/media/post_attachments/o0yoNQEeTx1fSIyB2d7X.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us