জাতীয় নিরাপত্তার সঙ্গে রাজনীতি? বৈসারনে রাস্তা না থাকার পিছনে ভোটের হিসেব

বৈসারন উপত্যকায় এখনও কেন সঠিক রাস্তা তৈরি হয়নি, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Kashmir terrorists attacks

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার তদন্ত ঘিরে বড় প্রশ্ন উঠে এসেছে – কেন এখনও বৈসারন উপত্যকা পর্যন্ত কোনও সঠিক রাস্তা তৈরি হয়নি? স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের ভোটব্যাঙ্কের হিসাবেই বহুদিন ধরে রাস্তাটি বানানোর প্রস্তাব আটকে ছিল। এই কারণে সেনা বা নিরাপত্তার বাহিনীর পৌঁছাতে ৪০ মিনিট সময় লেগে যায়।

pahalgam terrorists

হামলার ঘটনার পর কেন্দ্র সরকার বৈসারনে একটি সর্বকালীন-ব্যবহারের যোগ্য রাস্তা তৈরির প্রস্তাব দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ঘটনা আবারও সামনে এনে দিল, কীভাবে রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে নিরাপত্তা পরিকাঠামোকে।

স্থানীয় ভোটের সমীকরণ সামলাতে গিয়ে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আপস করতেই কি এই বিপর্যয়?