কেন ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান, কারণ খুঁজে বের করবে ভারতীয় বিমান বাহিনী

কেবল তেজসের সাথেই নয়, অন্যান্য বিমানের সাথেও ঘটে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2025-11-21 210737

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুবাই বিমান প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। তাতে প্রাণ হারান এক বায়ুসেনা। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় কূটনীতিক কেপি ফ্যাবিয়ান এদিন বলেন, “এটি দুর্ভাগ্যজনক, কিন্তু একই সাথে আমাদের বুঝতে হবে যে এই ঘটনাগুলি কেবল তেজসের সাথেই নয়, অন্যান্য বিমানের সাথেও ঘটে। তাই আমাদের জনগণ, আমাদের বিমান বাহিনী, পাশাপাশি এইচএএল, বিষয়টি অধ্যায়ন করবে, কী ভুল হয়েছে তা খুঁজে বের করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে”।