/anm-bengali/media/media_files/BHkaPTUb6ZnZMRCfluyN.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের প্রথম মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "মন কি বাতের মাধ্যমে আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করি, যারা সমাজ ও দেশকে শক্তিশালী করতে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। তিন দিন আগে যখন পদ্ম পুরস্কার ঘোষণা হয়েছে, তখন সেগুলো নিয়ে কথা বলা আমার কাছে স্বাভাবিক। এবারও যারা তৃণমূলের সঙ্গে সংযোগ স্থাপন করে সমাজে বড় পরিবর্তন আনতে কাজ করেছেন। এই অনুপ্রেরণাদায়ী মানুষদের জীবন যাত্রা সম্পর্কে জানার জন্য অনেক কৌতূহল তৈরি হয়েছে। মিডিয়ার শিরোনাম তো দূরের কথা, পত্রিকার প্রথম পাতা তো দূরের কথা, তারা কোনো লাইমলাইট ছাড়াই সমাজসেবায় নিয়োজিত ছিলেন। আমি খুশি যে পদ্ম পুরস্কার ঘোষণার পর সর্বত্র এই মানুষদের নিয়ে আলোচনা হচ্ছে। যাঁদের পুরস্কৃত করা হয়েছে, তাঁদের মধ্যে ৩০ জনই মহিলা। এই নারীরাই তৃণমূল পর্যায়ে তাদের কাজের মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।"
#WATCH | In the first Mann ki Baat of 2024, Prime Minister Narendra Modi says, "Through Mann ki Baat, we try to bring before you those, who are working selflessly to strengthen the society and the country. Now that the Padma Awards were announced three days ago, it is natural… pic.twitter.com/DDPErn3iqO
— ANI (@ANI) January 28, 2024
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us