“কঠিন ভূখণ্ডেও উদ্ধারকাজে অগ্রণী হোয়াইট নাইট কর্পস, সেনাদের মানবিক সহায়তা অব্যাহত”

সেনাদের মানবিক সহায়তা অব্যাহত।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-04 10.43.49 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক টুইট বার্তায় জানিয়েছে, দুর্গম ও দুর্গমতম অঞ্চলেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সেনারা শুধু উদ্ধারই করছেন না, প্রয়োজনীয় সব সাধারণ মানুষ ও পর্যটকদের চিকিৎসা সহায়তা এবং মানবিক সহযোগিতা পৌঁছে দিচ্ছেন দ্রুততা ও সহানুভূতির সঙ্গে।

কঠোর আবহাওয়া, বিপজ্জনক ভূখণ্ড এবং সময়ের সঙ্গে লড়াই করেও সেনারা অক্লান্তভাবে কাজ করে চলেছেন। হোয়াইট নাইট কর্পসের ভাষায়, “আমাদের কাছে প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি হৃদস্পন্দন গুরুত্বপূর্ণ। আমরা সেবা করি, আমরা সুরক্ষা দিই।” সেনাদের এই সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠা আবারও প্রমাণ করছে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্য ও মহৎ আদর্শ।