রাম মন্দিরের উদ্বোধনঃ আজ প্রধানমন্ত্রী রামলালার কোন গান শেয়ার করলেন!

রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সারা দেশে উত্তেজনা তুঙ্গে।

author-image
Aniruddha Chakraborty
New Update
e

file pic

নিজস্ব সংবাদদাতাঃঅযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এখন রামলালাকে নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে প্রধানমন্ত্রী মোদী প্রায় প্রতিদিন সকালে ভগবান রামকে নিয়ে গাওয়া মন ছুঁয়ে যাওয়া কিছু গান দেশবাসীর জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে তিনি টুইটার হ্যান্ডেলে রামকে নিয়ে গাওয়া ছোট্ট সূর্যগায়ত্রীর একটি গান শেয়ার করেছেন। তিনি টুইটারে লেখেন, "আজ যখন অযোধ্যাধামে শ্রী রাম লালার স্বাগত জানাতে চারিদিকে আনন্দের পরিবেশ বিরাজ করছে, তখন সূর্যগায়ত্রীজির গাওয়া এই গান সকলের মনে ভক্তিতে ভরিয়ে দেবে।"

hire