সঠিক কোনটা? বিশ্বের হাতেই বিচার ছাড়লেন নেতা

যুদ্ধ! এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন বনাম রাশিয়া, ইসরায়েল বনাম ফিলিস্তিন, যুদ্ধ জারি। কোনটা সঠিক তার বিচার বিশ্বের হাতেই ছাড়লেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে তিনি জানান, " প্রথম দিন থেকেই আমরা গাজায় যা ঘটছে তার বিরোধিতা করছি। গাজা বোমা হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে। বিশ্ব প্রমাণ করেছে যে রাশিয়া এবং ইসরায়েলের জন্য আলাদা আইন রয়েছে।  রাশিয়া ইউক্রেনের সাথে যা করেছে তা ছিল যুদ্ধাপরাধ; তারপর ইসরাইল গাজা নিয়ে যা করছে তা ভুল নয়? উভয় জিনিসই সঠিক হতে পারে না। এখন বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকটা কী ?"

hire