কখন ঘটলো মেঘ ভাঙার ঘটনা? সেনাবাহিনী থেকে জানানো হল আসল তথ্য

সেনাবাহিনী ১০ মিনিটের মধ্যে গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudburst-in-uttarkashi

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীতে মেঘ ভাঙার ঘটনা, আর যত সময় যাচ্ছে ততো যেন পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মনদীপ ধিঁলো এই প্রসঙ্গে বলেন, “আজ, প্রায় ১:৪৫ মিনিটে, ধরলি গ্রামে কাদা ধস এবং মেঘ ভাঙার ঘটনা ঘটে। হর্ষিল পোস্টে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর একটি দলই প্রথম সাড়া দেয় এবং ১০ মিনিটের মধ্যে গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এই বাহিনীর প্রায় ১৫০ জন কর্মী বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম, উদ্ধার সরঞ্জাম এবং ডাক্তার নিয়ে গ্রামবাসীদের উদ্ধারে নিযুক্ত রয়েছে। এখনও পর্যন্ত, প্রায় ২০ জন গ্রামবাসীকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর, হর্ষিলের সেনা ক্যাম্পে আরেকটি কাদা ধস এবং মেঘ ভাঙার ঘটনা ঘটে”।

GxlivzEWcAIWHtN