/anm-bengali/media/media_files/yK9CG5RlNky6hHb3ICLj.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রে বিজেপি সরকারের ৯ বছর পূর্ণ হয়েছে। তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, "৯ বছরে বিজেপি সরকার কি করেছে?" এবার বিমান পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার কি করেছে সেই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, "বিগত ৬৫ বছরে আমাদের ভারতে ৭৪ টি বিমানবন্দর ছিল। গত ৯ বছরে, আমরা অতিরিক্ত ৭৪ টি বিমানবন্দর, হেলিপোর্ট এবং ওয়াটারড্রোম তৈরি করেছি। যার ফলে ৯ বছরে এই সংখ্যা ১৪৮ হয়ে উন্নয়ন দ্বিগুন হয়েছে। আমরা আগামী ৪ বছরে এই সংখ্যাটি ২০০-এর ওপরে নিয়ে যাব। বেসরকারি এবং সরকারি খাতকে একত্রিত করে আমরা বিমানবন্দরগুলির জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছি"।
Delhi | In 65 years, we had 74 airports in India. In the last 9 years, we've built an additional 74 airports, heliports, and waterdromes, doubling it to 148 & we will take this number to over 200 in the next 4 years. Combining the private and government sectors, we are planning… pic.twitter.com/7N6FrMLPt5
— ANI (@ANI) May 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us