“১৫ বছরে কী করলেন তেজস্বী?” — প্রশ্ন গিরিরাজ সিংয়ের

এনডিএ-তে আসন বণ্টন নিয়ে কোনও অস্বস্তি নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-09 11.12.38 PM

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের ‘প্রত্যেক পরিবারে সরকারি চাকরি’ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “১৫ বছরে কী করলেন আপনি? আপনার অবদান কী? আপনি বলছেন চাকরি দিয়েছেন, কোথায় দিয়েছেন? আপনি যে দফতরে ছিলেন, সেখানে কী কাজ করেছেন?”

এনডিএ-র আসন বণ্টন নিয়ে তিনি আরও বলেন, “এনডিএ-তে কেউ অসন্তুষ্ট নয়। জিতন রাম মাঞ্জি, চিরাগ পাসওয়ান বা উপেন্দ্র কুশওয়াহা — সবাই জোটের গুরুত্বপূর্ণ অংশ। তারা আসনের দাবি তুলতে পারেন, সেটাই স্বাভাবিক। কোনও সমস্যা নেই, সবকিছু একদম ঠিক আছে।”