বায়ু দূষণ নিয়ে কি বলছেন প্রাক্তন বিজ্ঞানী?

'আমরা ভারতে অসংক্রামক রোগের বৃদ্ধি দেখছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
AIR POLLUTION DELHI EDIT .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বায়ু দূষণের কারণে অসুস্থতার ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে এবার দুশ্চিন্তা প্রকাশ করলেন প্রাক্তন প্রধান বিজ্ঞানী তথা WHO-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল সৌম্যা স্বামীনাথন। এদিন তিনি বলেন, "বায়ু দূষণ একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা। আমরা ভারতে অসংক্রামক রোগের বৃদ্ধি দেখছি। আমাদের দূষণ মোকাবিলার জন্য দায়ী একটি সংস্থা প্রয়োজন। এটিকে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে খুব সুসজ্জিত হতে হবে। দ্বিতীয়ত, আমাদের কার্যকর শাসনব্যবস্থা প্রয়োজন। তৃতীয়ত, এর জন্য অর্থায়নের প্রয়োজন। চতুর্থত, এই বিশেষ সংস্থারও জবাবদিহিতা থাকা দরকার"।