লোকসভায় রাজনাথ সিং- কি বললেন?

পহেলগাম হামলার পরই ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত, ১০০-র বেশি জঙ্গিকে নিশানা: লোকসভায় রাজনাথ সিং।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-28 2.36.54 PM

নিজস্ব সংবাদদাতা: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভায় চলমান বিতর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, পহেলগাম হামলার পরপরই ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ৯টি জঙ্গি পরিকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালায়। এই অভিযানে ১০০-র বেশি জঙ্গি, তাদের প্রশিক্ষক ও পরিচালকদের নিশানা করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পহেলগামে আমাদের সেনাদের উপর আক্রমণের পর Armed Forces নির্ভুল অভিযান চালিয়ে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই পদক্ষেপ ছিল কৌশলগত এবং সময়োপযোগী।” তিনি আরও উল্লেখ করেন, এই অভিযান ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনার সক্ষমতার স্পষ্ট প্রমাণ। সরকারের দাবি, এই অপারেশনের মাধ্যমে সীমান্তপারের জঙ্গি নেটওয়ার্ককে বড়সড় ধাক্কা দেওয়া হয়েছে।