নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র ও বিহার নির্বাচন নিয়ে লোকসভার এলওপি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইটের প্রসঙ্গে রাজীব রঞ্জন (লালন) সিং বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/f8f3f074-39d.png)
তিনি বলেছেন, "যদি তারা (কংগ্রেস) কর্ণাটক, তেলেঙ্গানায় নির্বাচনে জয়লাভ করে তবে সেগুলি খুবই সুষ্ঠু নির্বাচন ছিল কিন্তু যেখানে তারা হেরে যায়, সেখানে গাফিলতি থাকে।"