বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন কি বললেন?

বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন কি বলেছেন?

author-image
Aniket
New Update
FGHJKL

File Picture

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বৈশালীকে (দাবা খেলার গ্র্যান্ডমাস্টার) তার সোশ্যাল মিডিয়া পরিচালনা করার জন্য বেছে নেওয়ার জন্য। যেহেতু তামিলনাড়ুতে পড়াশোনা করা মেয়েশিশুরা নিরাপদ নয়, তাই আসল নারী দিবস উদযাপন হবে ডিএমকে সরকারকে উৎখাত করা এবং ২০২৬ সালে বিজেপি সহ জোট সরকার আনা। আজ আমাদের শপথ ডিএমকে সরকারকে উৎখাত করা।"

সীমানা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার কর্মকাণ্ডের মাধ্যমে তার ব্যর্থতা লুকানোর চেষ্টা করছেন। তিনি আশঙ্কা করছেন যে জনগণ এখন ৩ ভাষা নীতি চায়।"