প্রত্যাশা পূরণের বাজেট হল কি? কি বলছেন মন্ত্রী?

'সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Ashish-Sood_015-1536x1035-1

File Picture

নিজস্ব সংবাদদাতা: পেশ হয়ে গেল দিল্লি বাজেট ২০২৫। প্রত্যাশা পূরণের এই বাজেট নিয়ে কি বলছেন দিল্লির মন্ত্রী? 

delhi budget

দিল্লির মন্ত্রী আশিস সুদ এদিন বলেন, “দিল্লিকে উন্নত ভারতের উন্নত রাজধানীতে পরিণত করতে হলে এর পরিকাঠামো উন্নত করতে হবে। এর জন্য মূলধন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধি করা আমাদের প্রচেষ্টা। আমরা কেবল প্রতিশ্রুতি নয়, তুষ্টি নয়, সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি”।