পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী! বড় কী ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে বক্তব্যে বড় কী ঘোষণা করতে পারেন মোদী?

author-image
Tamalika Chakraborty
New Update
pm modi  vocie

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আজ রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ভাষণে প্রধানমন্ত্রী 'অপারেশন সিঁদুর'-এর বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেন, যেখানে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি এবং উচ্চমূল্য টার্গেট ধ্বংস করেছে। পাশাপাশি, পাকিস্তানের একের পর এক উস্কানিমূলক কাজের পর ভারতের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়েও দিকনির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখযোগ্যভাবে,  ১০ মে তারিখে ৯০ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা হয়। কিন্তু সেই সমঝোতার মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের গোলাবর্ষণ শুরু করে। আজকের ভাষণে প্রধানমন্ত্রী সেই যুদ্ধবিরতি এবং ভবিষ্যতের কূটনৈতিক ও সামরিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারেন।

Indian army

ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, পাকিস্তানের প্রতিটি আগ্রাসনের জবাব শক্ত হাতে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কোনও রকম উস্কানিতে কড়া প্রতিক্রিয়া জানানো হবে। এছাড়াও, কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকারের অবস্থান আগেই স্পষ্ট করে বলা হয়েছে—এখন একমাত্র বাকি আছে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK)-এর ফিরিয়ে আনা। আজকের ভাষণে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গগুলি নিয়ে দেশের নাগরিকদের আশ্বস্ত করতে পারেন বলেই মনে করা হচ্ছে।