/anm-bengali/media/media_files/pVBD8QhIuArvXkaB8xFY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টানা দুই দিন ভারতের (India) বিভিন্ন প্রান্তে প্রচন্ড গরমে নাজেহাল হয়েছিলেন সাধারণ মানুষ। একাধিক জায়গায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছিল। দিল্লির (Delhi) একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর ছিল। অবশেষে কিছুটা স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর (IMD)। ২৩ মে, মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম ভারতে বদলাতে চলেছে আবহাওয়া। রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা (Weather Update)।