/anm-bengali/media/media_files/HHAjpAH58tyBk6cs84rU.jpg)
নিজস্ব প্রতিনিধি: ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে সম্ভাব্য সব ভাবে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/dQWMVDwqLsfTXKVkTCXC.jpg)
ভারতের বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং টেলিফোনে এএনএম নিউজকে বলেন, ‘ভারত মানবতার পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের বইয়ে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। হামলায় নিহত ও আহত ইজরায়েলিদের জন্য আমরা অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি।‘
/anm-bengali/media/post_attachments/ZwQOY33RryVRT7i7fVik.jpeg)
ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস ইজরায়েলের ওপর রকেট ও গ্রেনেড হামলা অব্যাহত রয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনী, গ্রাম ও বিভিন্ন জিনিসের ওপর দখলদারি করেই চলেছে হামাসরা।
/anm-bengali/media/post_attachments/CFaHwhsIVyRXbtiMRs08.jpg)
এদিকে হামাসদের হামলার জেরে এ পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামাস ও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।
/anm-bengali/media/post_attachments/5950Ngw2ZRvtxYzj9QuW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us