ওয়ানাড ধ্বংসলীলা, কেরালা জুড়ে শোকস্তব্ধ মানুষজন

যেদিকেই চোখ যাচ্ছে, সেদিকেই শুধু জল আর জল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
wayanad-landslide_625x300_30_July_24-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের এক প্রকৃতির তাণ্ডবলীলার সাক্ষী থাকলো গোটা দেশ। কেরালার ওয়ানাড এখন কর্দমাক্ত ধ্বংসের এক ছবি মাত্র! যেদিকেই চোখ যাচ্ছে, সেদিকেই শুধু জল আর জল। আর সেই জল, যে সে জল নয়। কাদা জল বয়ে চলেছে চা বাগানের মধ্যে দিয়ে। ওয়ানাডের এই ধ্বংসলীলার জন্যে মৃতের সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন। কেরালা বিধানসভায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে এই জন্যেই। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই রাজ্য জুড়ে দুই দিনের শোক পালন করা হচ্ছে।

Adddd