New Update
/anm-bengali/media/media_files/sXw3mtsD7co1XwgULNYe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) জেরবার হয়ে গিয়েছে দক্ষিণ ভারতের একের পর এক রাজ্য। কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু, কেরালা (Kerala) ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে টানা বৃষ্টির কারণে রাস্তা থেকে শুরু করে বহু মানুষের বাড়িতে জল জমে গিয়েছে। কেরালার তিরুবনন্তপুরম জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলে জল জমে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে।
#WATCH | Kerala: Waterlogging in the low-lying residential areas of Thiruvananthapuram district after heavy rainfall in the region. pic.twitter.com/cTRZwom6Qb
— ANI (@ANI) November 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us