Video News: জলের অপর নাম জীবন, এখন সেই জীবনই তীব্র সঙ্কটে!

যে ব্যাধি প্রথম বেঙ্গালুরুকে গ্রাস করেছিল, সেই ব্যাধি ছড়িয়ে পড়েছে ছত্তিশগড়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ccvnhlk;.png

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়েই চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এর মধ্যেই মারণ কামড় দিচ্ছে জল সঙ্কট। বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে এইজলের সমস্যা। যে ব্যাধি প্রথম বেঙ্গালুরুকে গ্রাস করেছিল, সেই ব্যাধি এখন ছড়িয়ে পড়েছে রাজধানী, ছত্তিশগড়ে।

bghuyuikl.png

যা জানা যাচ্ছে, ছত্তিশগড়ের মানেন্দ্রগড়, চিরমিরি, ভরতপুর এলাকায় দেখা গিয়েছে তীব্র জল সঙ্কট। গ্রাম পঞ্চায়েত সোনবর্ষার মানুষ সেখানে তীব্র জল সমস্যায় কাটাচ্ছে। অনেক গ্রামবাসী তাদের দৈনন্দিন জলের ব্যবস্থা করছে নদী ফাটলের অন্দর থেকে। জলের মধ্যে পড়ে থাকা শুকনো পাতা, ধুলো সরিয়ে সেই জল ব্যবহার করছে রান্না বা দৈনন্দিন কাজে। এমনই দুবির্ষহ চিত্র ধরা পড়ছে ছত্তিশগড় থেকে।

gytu.ljikol.png

Add 1